Site icon RDRC

নদী হারিয়ে যেভাবে হারিয়েছে ঢাকার জেলে পল্লীগুলো

এক সময় ঢাকার রামপুরা থেকে শুরু করে মেরাদিয়া, ডেমরা এলাকায় প্রচুর মানুষের প্রধান জীবিকা ছিলো মাছ ধরা। অথচ বর্তমান চিত্র দেখলে সেটি বিশ্বাস করতেই অনেকটা কষ্ট হয়। কারণ এসব এলাকার জলাভূমি ও নদী দখল করে গড়ে উঠেছে আবাসন।

একইভাবে উত্তরা, বসিলাসহ ঢাকার আশেপাশে আবাসন গড়ে উঠায় ধীরে ধীরে উচ্ছেদ হয়ে গেছে এখানকার জেলে পল্লিগুলো।

রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার বলছে ঢাকা থেকে চারটি বড় নদী ও একটি ছোট নদী মিলিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ নদী হারিয়ে গিয়েছে। এসব নদী হারানোর প্রধান কারণ নগর সম্প্রসারণ পরিকল্পনায় এসব জলাধার ও নদীকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এসব নদীকে কেন্দ্র করে টিকে থাকা জেলে ও কৃষকরাও উচ্ছেদ হয়ে গেছে।

নদী দখল ও দূষণে কীভাবে ঢাকার জেলেরা হারিয়ে যাচ্ছে তা জানতে দেখুন এই ভিডিওটি।

মূল খবরঃ নদী হারিয়ে যেভাবে হারিয়েছে ঢাকার জেলে পল্লীগুলো – BBC News বাংলা

Exit mobile version