SHAFIKUR RAHMAN, KALER KONTHO, NOVEMBER 26, 2019
“বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। কিছুদিন একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় বিভাগেও কাজ করেছেন। তারপর সব ছেড়ে দিয়ে নদী গবেষণায় নেমে গেলেন নিজের জমানো টাকা নিয়ে। তিনি ভাবেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীপ্রেমিক মোহাম্মদ এজাজের সঙ্গে গল্প করে এসেছেন মুহাম্মদ শফিকুর রহমান”