EKATTOR, FEB 4, 2021
“প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্ট এখন ঢাকার গলার কাঁটা। দাতা সংস্থাগুলোর পরামর্শে এক সময়ের উন্মুক্ত খাল ঢেকে করা হয় বক্স কালভার্ট। ময়লা আবর্জনা জমে সেগুলো এখন বদ্ধ ভাগাড়ে পরিণত হয়েছে। কারণ হয়েছে ঢাকার জলজটের। তাই বক্স কালভার্ট ভেঙ্গে উন্মুক্ত করার কথা বলা হয়েছে নানা সময়। যাকে অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা।”