EKATTOR, FEB 6, 2021
“ঢাকার খাল রক্ষণাবেক্ষণে এখনো গড়ে ওঠেনি সমন্বিত ব্যবস্থাপনা। ভিন্ন ভিন্ন খালের ভিন্ন ভিন্ন মালিকানা। সেই অসম্পূর্ণ ব্যবস্থাপনা নিয়েই ২৬টি খালের ব্যবস্থপনার দায়িত্বসহ গোটা ঢাকার স্টর্ম ওয়াটার ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব বর্তেছে নগর প্রশাসনের কাঁধে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২৬টি খালের রক্ষণাবেক্ষণ করা গেলে ঢাকার জলজট কমবে।”