তুরাগ-বুড়িগঙ্গার প্রশ্নবিদ্ধ সীমানা পিলার

SHAMIM AHMED, BANGLADESH PROTIDIN, JANUARY 3, 2021

“ঢাকার চার পাশের নদ-নদী দখলদারদের হাত থেকে রক্ষা করতে এখন পর্যন্ত বসানো ৩ হাজার ৮৪টি সীমানা পিলারের মধ্যে ১ হাজার ৪২৩টিই প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, এসব পিলার আইনের ব্যত্যয় ঘটিয়ে ফোরশোর বা নদীর মধ্যেই স্থাপন করা হয়েছে, যা নদী উদ্ধারের পরিবর্তে দখলের সুযোগ আরও পাকাপোক্ত করেছে। এর মধ্যে বুড়িগঙ্গা তীরে রয়েছে ৩১২টি ও তুরাগ তীরে ১ হাজার ১১১টি। বর্ষা মৌসুমে এসব সীমানা পিলার ছাড়িয়ে যাচ্ছে নদীর পানি।”

READ HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *